Thursday, 29 January 2026

নিখোঁজের ৩ দিন পর আ.লীগ নেতা আজিমের লাশ উদ্ধার, এলাকায় উত্তেজনা​



নিখোঁজের ৩ দিন পর আ.লীগ নেতা আজিমের লাশ উদ্ধার, এলাকায় উত্তেজনা

​নিজস্ব প্রতিবেদক | বেলাবো (নরসিংদী)

​নরসিংদীর বেলাবোতে নিখোঁজের তিন দিন পর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মো. আজিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ নাগের বাজার এলাকার একটি মুরগির খামারের বর্জ্য ফেলার ডোবা থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।

​নিহত আজিম বেলাবো উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের বাসিন্দা। তিনি বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বেলাবো উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে নিখোঁজ হন আজিম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তার সন্ধান পাননি। 
আজ নাগের বাজার এলাকায় একটি মুরগির লেদার (বর্জ্য) ডোবায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

​এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। 

তারা বলছেন, একজন উদীয়মান নেতাকে এভাবে হত্যা করা মানবতা ও ন্যায়বিচারের ওপর চরম আঘাত।

​এই ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে অবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
তারা প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

No comments:

Post a Comment