Sunday, 25 January 2026

বগুড়ায় গভীর রাতে দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

 


বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে এক দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। পালানোর সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগীর ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, রাত দুইটার পর গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় মুখোশ পরা ১৫–১৬ জনের একটি ডাকাত দল জোরপূর্বক ঘরে প্রবেশ করে। ডাকাতরা তার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে থাকা সিন্দুক ভেঙে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণের গহনা লুট করে নেয়।

তিনি আরও জানান, ডাকাতরা শুধু তাদের ঘর নয়, আশপাশের আরও কয়েকটি বাড়ির দরজাও বাইরে থেকে আটকে দেয়, যাতে কেউ বের হয়ে সাহায্য চাইতে না পারে। পরিবারের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতরা আতঙ্ক ছড়াতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাশের একটি ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে।

গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

এ ঘটনায় ভক্তরাম বিশ্বাসের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মানুষদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু ও তুলনামূলকভাবে প্রভাবশালী পরিবারগুলো নানা অপরাধের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment