নিজস্ব প্রতিবেদক | ঢাকা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। তবে গ্রেপ্তারের আদেশ হওয়ার আগে আদালত কক্ষে সহকর্মী ও সাংবাদিক সমাজের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন আনিস আলমগীর।
আইনজীবী নিয়াজ উদ্দিনের কাছে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, 'একজন সাংবাদিক জেলখানায় আছে অথচ কেউ কিছু লেখেননি। অন্যায়ের বিরুদ্ধে কেউ সোচ্চার নেই। বিনা কারণে আমাকে জেল হাজতে আটকে রাখা হয়েছে, অথচ একটা প্রতিবাদ পর্যন্ত করা হয়নি।'
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে আনিস আলমগীরকে আদালতে হাজির করে পুলিশ। বেলা ১১টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে তোলা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি নিজের জামিন নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন।
তার আইনজীবী নাজনীন নাহার তাকে জানান, নির্বাচনের পর আবারো জামিনের চেষ্টা করা হবে। দুপুর সোয়া ১২টার দিকে শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত বছরের ১৪ ডিসেম্বর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে বের হওয়ার পর আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়।
পরবর্তীতে 'রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের' অভিযোগে আরিয়ান আহমেদ নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
১৫ ডিসেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এবং ২০ ডিসেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন। আজ নতুন করে দুদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
No comments:
Post a Comment