Wednesday, 28 January 2026

গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি


সংসদ নির্বাচন ও গণভোট: নির্বাচনী ব্যয় ছাড়াল ৩ হাজার কোটি টাকা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোট আয়োজনের প্রস্তুতিতে সরকারের নির্বাচনী ব্যয় বড় অংকের বৃদ্ধি পেয়েছে। সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের প্রচার যুক্ত হওয়ায় অতিরিক্ত বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের পাশাপাশি ছয়টি মন্ত্রণালয় গণভোটের প্রচারে এবার প্রায় ১৪০ কোটি টাকা ব্যয় করছে।

​বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) বাজেট শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

​ইসি সূত্রে জানা যায়, গণভোটের প্রচারণা চালানোর জন্য এলজিইডি ৭২ কোটি টাকা, সংস্কৃতি মন্ত্রণালয় ৪৬ কোটি টাকা, ধর্ম মন্ত্রণালয় ৭ কোটি টাকা, তথ্য মন্ত্রণালয় ৪ কোটি ৭১ লাখ টাকা, সমাজকল্যাণ মন্ত্রণালয় ৪ কোটি ৫২ লাখ টাকা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ৪ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দ পাচ্ছে। 

এর মধ্যে চারটি মন্ত্রণালয় ইতিমধ্যে বরাদ্দ পেয়েছে এবং বাকিগুলোর বরাদ্দ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের পর দেওয়া হবে। এছাড়া নির্বাচন কমিশনের নিজস্ব জনসংযোগ শাখা গণভোটের প্রচারে আরও ৪ কোটি টাকা ব্যয় করছে।

​বাজেট শাখা আরও জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য সর্বমোট ৩ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। 

এই বিপুল বাজেটের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ১ হাজার ৪০০ কোটি টাকা এবং নির্বাচন পরিচালনার জন্য ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

​নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, প্রাথমিকভাবে শুধু জাতীয় নির্বাচনের জন্য ২ হাজার ৮০ কোটি টাকা বরাদ্দ পাওয়া গিয়েছিল। পরে সংসদ নির্বাচনের একই দিনে গণভোট করার সিদ্ধান্ত নেওয়ায় আরও ১ হাজার ৭০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয় সরকার। সব মিলিয়ে বর্তমানে মোট বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১৫০ কোটি টাকা।

​এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটের ব্যালট পেপার তৈরি, কর্মী নিয়োগ, যাতায়াত ও খামসহ প্রয়োজনীয় সামগ্রী বাবদ ইসি ব্যয় করছে। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের অনাপত্তির ভিত্তিতে বিভিন্ন মন্ত্রণালয় গণভোটের পক্ষে প্রচারের জন্য ইসির বরাদ্দ থেকে অর্থ নিয়েছে। 

তবে মন্ত্রণালয়গুলো কীভাবে এবং কাকে দিয়ে এই প্রচারণা চালাচ্ছে, সে বিষয়ে কমিশনের কোনো সম্পৃক্ততা নেই বলে জানান তিনি।

No comments:

Post a Comment