Thursday, 29 January 2026
নিখোঁজের ৩ দিন পর আ.লীগ নেতা আজিমের লাশ উদ্ধার, এলাকায় উত্তেজনা
জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ ।
Wednesday, 28 January 2026
গণভোট প্রচারে ছয় মন্ত্রণালয় বাগিয়ে নিচ্ছে ১৪০ কোটি
সাংবাদিক সমাজ নিয়ে আদালত কক্ষেই ক্ষোভ ঝাড়লেন আনিস আলমগীর ।
নির্বাচন ঘিরে স্বাস্থ্যসেবায় বিশেষ সতর্কতা: হাসপাতালগুলোকে ৯ দফা নির্দেশনা
Tuesday, 27 January 2026
শিল্পাঞ্চলে নীরব হাহাকার: দেড় বছরে বন্ধ ৩২৭ কারখানা, দিশেহারা দেড় লাখ শ্রমিক
Monday, 26 January 2026
পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা ।
নির্বাচনের দিন ও আগে যেকোনো সহিংসতার দায় আওয়ামী লীগকে নিতে হবে : অন্তর্বর্তী সরকার
Sunday, 25 January 2026
মেজো ভাই হাদির সন্তানকে যুক্তরাজ্য নিয়ে যেতে চান, হাদির স্ত্রীর ‘না’
মেজো ভাই হাদির সন্তানকে যুক্তরাজ্য নিয়ে যেতে চান, হাদির স্ত্রীর ‘না’
যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ পেয়েছেন ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির মেজ ভাই শরীফ ওমর বিন হাদি।
এখনও তিনি যোগদান করেননি। যাওয়ার আগে শহীদ হাদির একমাত্র সন্তান ফিরনাস ইবনে ওসমান হাদিকেও সেখানে নিতে চান তিনি। তবে শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তাতে আপত্তি জানিয়ে বলেছেন, ফিরনাসকে সবাই নিতে চাইবে এটাই স্বাভাবিক।
তবে তার বাবা একজনই, তিনি শহীদ ওসমান হাদি।
শনিবার ফেসবুকে আলাদা আলাদাভাবে পোস্টে এসব মন্তব্য করেন তারা। ইতিমধ্যে তাদের এসব পোস্ট সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছে।
জানা যায়, প্রথমে শরীফ ওমর বিন হাদি তার ছোট ভাই শহীদ শরিফ ওসমান বিন হাদির একটি ছবি দিয়ে লেখেন, আমি ওসমান হাদির ভাই প্রমাণ করার মতো একটা ছবি পেয়েছি।
ভাই তোমরা হাদির যা ছিল সব নিয়ে নাও। এমনকি তার বউকে নিয়ে নাও, শুধু আমার সন্তানটা আমাকে দিয়ে দেও প্লিজ। নিরাপদ বসবাসের জন্য তাকে নিয়ে আমি যুক্তরাজ্যে চলে যাবো।
প্যারোলে জুয়েলের মুক্তির আবেদন করা হয়নি, বলছে যশোর জেলা প্রশাসন
এরপর শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা সেই পোস্টটি শেয়ার দিয়ে লেখেন, মেজ ভাইয়া ওসমান হাদির বউ কোনো প্রোডাক্ট না যে কেউ চাইলেই নিয়ে নিবে।
আর ফিরনাসরে সবাই নিয়ে নিতেই চাইবে এটাই স্বাভাবিক। বাই দা ওয়ে ফিরনাসের বাবা একজনই শহীদ ওসমান হাদি।
এদিকে, পরিবারের ভেতরের এই মতবিরোধ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা প্রতিক্রিয়া। অনেকে বিষয়টিকে পারিবারিক ও আইনি কাঠামোর মধ্যে সমাধানের আহ্বান জানাচ্ছেন, আবার কেউ কেউ সন্তানের সর্বোত্তম স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার পক্ষে মত দিচ্ছেন।
জানা গেছে, সম্প্রতি অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে ওমর বিন হাদিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জনস্বার্থে এ নিয়োগের কথা জানানো হয়। এর আগে গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান শরিফ ওসমান হাদি। ২০ ডিসেম্বর তার জানাজায় লাখো মানুষ অংশ নেন ।
বগুড়ায় গভীর রাতে দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট
বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলায় গভীর রাতে এক দই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে দম্পতিকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। পালানোর সময় তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।
বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগীর ছেলে পঙ্কজ বিশ্বাস জানান, রাত দুইটার পর গোয়ালঘর থেকে গরুর ডাক শুনে তিনি ঘরের দরজা খুলে বাইরে বের হন। এ সময় মুখোশ পরা ১৫–১৬ জনের একটি ডাকাত দল জোরপূর্বক ঘরে প্রবেশ করে। ডাকাতরা তার বাবা ভক্তরাম বিশ্বাস ও মা সবিতা রানী দাসকে মারধর করে ঘরে থাকা সিন্দুক ভেঙে নগদ দুই লাখ টাকা এবং প্রায় ১০ ভরি স্বর্ণের গহনা লুট করে নেয়।
তিনি আরও জানান, ডাকাতরা শুধু তাদের ঘর নয়, আশপাশের আরও কয়েকটি বাড়ির দরজাও বাইরে থেকে আটকে দেয়, যাতে কেউ বের হয়ে সাহায্য চাইতে না পারে। পরিবারের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে এলে ডাকাতরা আতঙ্ক ছড়াতে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পাশের একটি ফাঁকা মাঠ থেকে ককটেল তৈরির কিছু সরঞ্জাম উদ্ধার করে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
এ ঘটনায় ভক্তরাম বিশ্বাসের পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে। স্থানীয় সনাতন (হিন্দু) সম্প্রদায়ের মানুষদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু ও তুলনামূলকভাবে প্রভাবশালী পরিবারগুলো নানা অপরাধের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

